প্রকাশিত: Sat, Jul 15, 2023 10:27 PM
আপডেট: Tue, May 13, 2025 10:56 AM

[১]সুইডেনে তোরাহ ও বাইবেল পোড়ানোর কথিত পরিকল্পনা বাতিল, সম্প্রীতির আহ্বান

রাশিদুল ইসলাম: [২] সুইডেন কর্তৃপক্ষ তিন ব্যক্তিকে স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের সামনে প্রতিবাদ করার অনুমাতি দিয়েছিলেন। এরপর খবর ছড়িয়ে পড়ে যে, ওই তিন ব্যক্তি শনিবার তোরাহ ও বাইবেল পোড়াবেন। ডয়েচে ভেলে, সিএনএন, ফ্রান্স২৪, এসভিটি

[৩] শনিবার নির্দিষ্ট সময় ওই তিন ব্যক্তি ইসরায়েলের দূতাবাসের সামনে হাজির হন। তাদের মধ্যে ৩০ বছর বয়স্ক এক মুসলিম ব্যক্তি তার পকেট থেকে মাটিতে লাইটার ছুঁড়ে ফেলে দেন। তিনি বলেন, কোনো পবিত্র ধর্মগ্রন্থ পোড়াতে আমরা এ সমাবেশের আয়োজন করিনি। আমরা মুসলমান, কোনো ধর্মের পবিত্র গ্রন্থে আমরা আগুন দেই না। এ ধরনের কাজ কল্পনাও করতে পারি না। 

[৪] ওই তিন ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। কিন্তু তাদের একজন বলেন, আমাদের এ সমাবেশের মূল লক্ষ্য ছিল বিশে^র দৃষ্টি আকর্ষণ করা যে, বাকস্বাধীনতা আর ধর্মের পবিত্র গ্রন্থ পোড়ানো এক জিনিস নয়। আমরা বাকস্বাধীনতা এবং অন্যান্য জাতিগত গোষ্ঠীকে আঘাত করার মধ্যে পার্থক্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি।

[৫] এর আগে সুইডিশ পুলিশ জানায় তারা কোনো পবিত্র গ্রন্থ পোড়ানোর অনুমতি দেয় না। সমাবেশের অনুমতি দেয়। 

[৬] এদিকে ইসরায়েলি ও ইহুদি নেতারা বাইবেল ও তোরাহ পোড়ানোর পরিকল্পনার নিন্দা করেন। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেন, আমি সারা বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র কুরআন পোড়ানোর নিন্দা জানিয়েছি। পবিত্র গ্রন্থের অবমাননাকে অনুমতি দেওয়া মত প্রকাশের স্বাধীনতার অনুশীলন নয়, এটি নির্লজ্জ উসকানি এবং বিশুদ্ধ ঘৃণার কাজ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব